সলঙ্গায় নৌকার টিকিটের আশায় ৩৩ প্রার্থী

 প্রকাশ: ০৩ অক্টোবর ২০২১, ০৮:১২ পূর্বাহ্ন   |   রাজনীতি


জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জের সলঙ্গায় আসন্ন ইউপি নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। এ কারনে সম্ভাব্য প্রার্থীদের ব্যস্ততাও বেড়ে গেছে।

 গত ২৯ সেপ্টেম্বর ইউপি নির্বাচনের ২য় তফসিল ঘোষনায় প্রার্থীরা ভোটের আশায় তাদের নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন। শুক্রবার সলঙ্গা থানার ঘুড়কা,নলকা, ধুবিল তিন ইউনিয়নের প্রার্থীরা আওয়ামীলীগের দলীয় অফিস সলঙ্গায় মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ভোটের আশায় শুভেচ্ছা বিনিময়, গণসংযোগ,উঠান বৈঠক, শোকসভা, মিলাদ মাহফিল এমনকি সাংবাদিকদের সাথে মতবিনিময় করে প্রার্থীতা জানান দিচ্ছেন। সলঙ্গা থানার ৬ টি ইউনিয়নে বর্তমানে আগের নির্বাচিত চেয়ারম্যানরাই দায়িত্ব পালন করছেন। এরা আসন্ন নির্বাচনে আবার জয়ী হয়ে  তাদের ইউনিয়নের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবেন বলে ভোটারদের কাছে আবারও ভোট প্রার্থনা করছেন। নতুন প্রার্থীরা নির্বাচিত হলে বিভিন্ন ভাতা, রাস্তাঘাট, ব্রিজ- কালভার্ট,মসজিদ,মাদ্রাসা,শিক্ষা প্রতিষ্ঠান, শ্বশানের উন্নয়ন সহ ডিজিটাল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। ৬ টি ইউনিয়নের ইউপি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে  আলোচনায় এসেছে অন্তত ৩৩ জন আওয়ামীলীগ নেতাকর্মী।বিএনপি সহ অন্যান্য দল ইউপি নির্বাচনে অংশ গ্রহন করলে প্রার্থীর সংখ্যা আরও বাড়বে। তবে  বিএনপি এ নির্বাচনে অংশ নিবে কি না তা এখনো নিশ্চিত না।

আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, আওয়ামীলীগের নৌকার টিকিটের আশা নিয়ে নৌকার কান্ডারী /মাঝি হতে চান সলঙ্গা ইউপিতে - ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আকমল হোসেন বাদশা, সাবেক চেয়ারম্যান শফি কামাল শফি, থানা যুবলীগের আহব্বায়ক মোখলেছুর রহমান তালুকদার, থানা যুবলীগের সাবেক সদস্য নজরুল ইসলাম বি,এ। নলকা ইউপিতে - ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রভাষক কাউসার হোসেন, সাধারন সম্পাদক আঃ সাত্তার সাবেক সভাপতি আবু বকর সিদ্দিক ও আল মাহমুদ হোসেন। ঘুড়কা ইউপিতে - থানা আওয়ামীলীগের সাবেক সভাপতি,বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব জিল্লুর রহমান সরকার, থানা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কে,এম আহসান হাবীব ( আসলাম),থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রিয়াদুল ইসলাম ফরিদ,থানা আওয়ামীলীগের সদস্য নুর হোসেন ভুলু, থানা ছাত্র লীগের সাবেক সভাপতি শহিদুল ইসলাম সেলিম, থানা কৃষক লীগের সাধারন সম্পাদক আখতারুজ্জামান সাচ্চু, থানা যুবলীগের সদস্য জুয়েল রানা তালুকদার সহ আরো দুইজন। ধুবিল ইউপিতে - ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল করিম ভোলা, থানা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম রেজা, থানা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান (রাসেল) তালুকদার, থানা আওয়ামী লীগের সদস্য আমিনুল ইসলাম হুদা, ধুবিল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সদস্য সুমন হাসান (ফারুক), থানা কৃষকলীগের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম।হাটিকুমরুল ইউপিতে - সলঙ্গা থানা আওয়ামীলীগের সদস্য ও বর্তমান চেয়ারম্যান হেদায়েতুল আলম (আলম রেজা), থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আরাফাত রহমান, থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আরিফ তালুকদার, থানা শ্রমিক লীগের সভাপতি মাসুদ রানা শান্ত, ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাজী  আবু ছাইদ সরকার। রামকৃষ্ণপুর ইউপিতে - থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো, সাবেক চেয়ারম্যান আলতাব হোসেন সরকার, থানা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব জিন্নাহ আলম তালুকদার, থানা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মনজেল হক সাগর,থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি এস,এম আমিরুল ইসলাম (আরিফ) সহ আরো অন্যান্যদের নাম শোনা যাচ্ছে।

রাজনীতি এর আরও খবর: