দুরত্ব বজায় রাখতে সলঙ্গায় কাঁচা বাজার হাইস্কুল মাঠে।

জি,এম স্বপ্না,সলঙ্গা ( সিরাজগন্জ) থানা প্রতিনিধি :
মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সিরাজগন্জের সলঙ্গা বাজারের তরকারি ও মাছ,মাংশের বাজার স্থানান্তর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার থেকে বাজার বসছে সলঙ্গা ইসলামিয়া হাইস্কুল মাঠে। ফলে জনবহুল এই বাজারে মানুষের ভিড় কিছুটা কম ও সামাজিক দূরত্ব বজায় থাকবে বলে আশা প্রকাশ করছে সলঙ্গা থানা প্রশাসন। ইতিহাসের স্মৃতি বিজড়িত সলঙ্গা হাট আর রায়গন্জ উপজেলার ৩ টি আর উল্লাপাড়া উপজেলার ৩ টি করে মোট ৬ টি ইউনিয়ন নিয়ে ২২/২৩ বছর ধরে সলঙ্গা পুর্ণাঙ্গ থানা হওয়ায় আশেপাশের কয়েকটি উপজেলার মধ্যে সলঙ্গা হাটটি সবার কাছে সুপরিচিত, প্রসিদ্ধ। ফলে সলঙ্গায় প্রতিদিন হাজার হাজার মানুষের জনসমাগম ঘটে। যে কারণে চলমান করোনা ভাইরাস মোকাবেলায় প্রশাসনের কড়া নজরদারী থাকা সত্বেও বাজারে মানুষের ভিড় সামলাতে বেশ কয়েকদিন ধরে হিমসিমে পড়তে হচ্ছে। ফলে রায়গন্জ উপজেলা প্রশাসনের নির্দেশক্রমে সলঙ্গা বাজার কমিটির নেতৃবৃন্দের সাথে আলোচনা করে বাজারের জনসমাগম এড়াতে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে গতকাল বৃহস্পতিবার থেকে সলঙ্গা বাজারের তরকারি ও মাছ,মাংশের বাজারের দোকানগুলো সলঙ্গা অনার্স কলেজ সংলঘ্ন ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্থানান্তর করেন এবং সিদ্ধান্ত বাস্তবায়ন করে হাইস্কুল মাঠে বাজার বসতে শুরু করেছে। এ ব্যাপারে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ ( ওসি) জেড জেড তাজুল বলেন, আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ সহ পুলিশের কড়া নজরদারি থাকা সত্বেও সলঙ্গা বাজারে জন সাধারনের কিছু অংশ অহেতুক ঘোরাঘুরি আর কিছু লোকের জরুরী প্রয়োজনে ঘরের বাইরে বের হওয়ায় জনসমাগম ঠেকাতে হিমশিম খেতে হচ্ছে বলে বাজার নিয়ন্ত্রণ করতে খোলা মাঠে বাজার স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছি।