চুরির অভিযোগ মিথ্যা আমি ষড়যন্ত্রের শিকার- সভাপতি শাহিন।

 প্রকাশ: ২৪ এপ্রিল ২০২০, ০৯:০৬ অপরাহ্ন   |   রাজনীতি


মোঃ আমজাদ হোসেন রতন, নাগরপুর(টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের নাগরপুরে গত ১৭ এপ্রিল  ২০২০, চুরির মিথ্যা অপবাদ দিয়ে আওয়ামীলীগ নেতার উপর হামলার ঘটনা ঘটেছিল।  


হামলার শিকার আওয়ামী লীগ নেতা মোঃ শাহিন সাংবাদিকদের বলেন, আমি নাগরপুরের সহবতপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের বর্তমান সভাপতি। আমাকে করোনা মোকাবেলায় অসহায় ও দরিদ্রদের পাশে দাঁড়ানোর নিমিত্তে ৭ নং ওয়ার্ডে  একটি ত্রাণ কমিটি গঠন করার জন্য উপজেলা আ,লীগের নেতৃবৃন্দ নির্দেশ দেন। আমি ঘটনার দিন রাতে স্থানীয় আ,লীগ কর্মী আয়নাল কাজীর বাড়িতে ত্রাণ কমিটি সংক্রান্ত মিটিং শেষে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। পথিমধ্যে  রাত আনুমানিক ১২.৩০ মিনিটে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হাশেম দলবল নিয়ে আমার উপর হামলা করে। বালুর ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির রাজনীতির সাথে জড়িত ওসমান, রাশেদ, শিশির, সুমন সহ আরও অনেকে সেদিন রাতে হাশেমের সাথে যুক্ত হয়ে আমাকে খুন করার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে অাঘাত করে এবং আমার বিরুদ্ধে চুরির মিথ্যা অপবাদ দেয়। আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। আমি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। আমার উপর যারা হামলা করেছে তাদের কঠিন আইনানুগ শাস্তি আমি দাবি করছি।আমি আমার নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচার চাই।


এ বিষয়ে সহবতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ বলেন,

শাহীনের বিরুদ্ধে চুরির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। সে রাজনৈতিক প্রতিহিংসার শিকার।ঘটনারদিন রাতে নন্দপাড়ায় কোন চুরি হয় নাই। আমি এ হামলার ঘটনার সাথে জড়িতদের কঠিন শাস্তি দাবি করছি।

এ হামলার ঘটনায় নাগরপুর থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।

রাজনীতি এর আরও খবর: