আকুতি.......

---------//রওশন আরা আঁখি
চারদিক থেকে ধেয়ে আসছে করোনার হামলা,
সাহস নিয়ে এবার বাঙালি সামলা।
হাটে মাঠে ঘাটে
কিংবা শপিংমলে
অদৃশ্য করোনা
আছে দলে বলে।
এদের বড় প্রিয় মানব ঘ্রান,
নিমিষেই ঢুকে পড়ে শ্বাস নালীতে
পাবে না পরিত্রাণ।
অবশেষে ফুসফুসে মারে ছোবল
তাজা প্রান নুয়ে পড়ে মৃত্যুর কোল।
উহান থেকে ভেসে ভেসে
এসেছে বাংলাদেশে,
এখানে গেড়েছে নব্যঘাটি,
মানুষের সাথে করছে
লুটোপুটি।
জীবনের চাকা হয়ে গেছে স্থবির
করোনার ভয়ে ভেঙে গেছে স্বপ্ননীড়।
দুচোখের ঘুম কেড়ে নিয়েছে অদৃশ্য ভাইরাস,
এই বুঝি করোনায় ছোবল মারে,
এই বুঝি হল সর্বনাশ!!
ক্ষুধার চিন্তা,করোনার চিন্তা
ভারী হয়ে উঠেছে বাংলার বাতাস,
জানি না কখন নিতে পারব শান্তির নিশ্বাস।
চারদেয়ালের মাঝে বসে আকুতি
মহান অধিপতির কাছে,
ফিরিয়ে দাও সুস্থ নিবাস
উধাও করো অদৃশ্য ভাইরাস কে।