দিগনগর ও মোচনা ইউনিয়ন আওয়ামী লীগ নেতাদের যৌথ উদ্যোগে গরিব কৃষকের ধান কাটা হচ্ছে। - মুকসুদপুর।

 প্রকাশ: ০৭ মে ২০২০, ০৬:০৮ অপরাহ্ন   |   রাজনীতি


প্রতিবেদক, টিপু সুলতান বিজয়ঃ


করোনার ভয়াবহ পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক অবস্থা নিম্নমুখী। এদেশের এই মহা দূর্যোগের সময় কৃষকদের কথা ভেবেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কৃষক বাঁচলে, বাঁচবে দেশ এই শ্লোগানকে সামনে রেখে কৃষকদের পাশে থাকে সাহায্য করার জন্য  আওয়ামী লীগের নেতাকর্মীদের আহবান করেছে জনদরদী মেহনতি মানুষের নেতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


তার এই আহবানে সাড়া দিয়ে দেশের বিভিন্ন জেলার স্থানীয় নেতাকর্মী কৃষকের পাশে দাড়িয়েছে,কৃষকের ধান কেটে দিতেছে।


এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় ও এই কার্যক্রম অব্যাহত রয়েছে। মুকসুদপুর উপজেলার আওয়ামী লীগের  সংগ্রামী সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদারের নেতৃত্বে আজ সকাল ৯ টার দিকে বাঘাদিয়া গ্রামে গরিব কৃষকের ধান কেটে দেওয়া হয়।


এই কার্যক্রমে সামিল হয়েছে দিগনগর ও মোচনা ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা। মোচনা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাসির উদ্দীন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান।


দিগনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ ও বর্তমান ইউনিয়ন চেয়ারম্যান হাজী মোঃ আলী,আরো ছিলেন সাবেক চেয়ারম্যান জহির হাসান লিটু মোল্লা ও স্থানীয় নেতাকর্মী। 


ধান কাটার আগে সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার।  তিনি বলেন আমরা ফটোসেশন করতে আসি নি,আমরা এসেছি মাননীয় প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে গরীব কৃষককে সাহায্য করতে। আমরা এমন কাজ করবো না,যেনো গরীব কৃষকের ফসল নষ্ট হয়। তিনি আরো বলেন আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।  স্থানীয় নেতাকর্মী এই কার্যক্রম চালিয়ে যাবে। গরীব কৃষকদের ধান ঘরে আনার জন্য সকল ধরনের সহযোগিতা করবে।

রাজনীতি এর আরও খবর: