প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রংপুরের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে লুডু বাজির আসর
বদরগঞ্জ প্রতিনিধি
রংপুরের বদরগঞ্জ উপজেলায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে লুডু বাজি খেলার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, হাসপাতালের অভ্যন্তরের কয়েকটি স্থানে নিয়মিতভাবে অর্থের বিনিময়ে লুডু খেলে জুয়া কার্যক্রম পরিচালনা করছে একটি চক্র।
অভিযোগ রয়েছে, চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের উপস্থিতিতেই এসব বাজির আসর বসে, যা হাসপাতালের স্বাভাবিক পরিবেশ ও শৃঙ্খলা মারাত্মকভাবে ব্যাহত করছে। এতে একদিকে হাসপাতালের মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে, অন্যদিকে রোগী ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে।
স্থানীয় সচেতন নাগরিকদের মতে, একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ভেতরে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলে তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
এলাকাবাসীর প্রত্যাশা, নিয়মিত নজরদারি ও কার্যকর অভিযান চালানো হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে চলমান এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড বন্ধ করা সম্ভব হবে।
