রিয়াদে প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির উদ্যোগে বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন;মধ্যপ্রাচ্য ইনচার্জ!!

 প্রকাশ: ০৫ জানুয়ারী ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন   |   সারাদেশ




সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির উদ্যোগে মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

আয়োজিত অনুষ্ঠানে সৌদিআরব পূর্বাঞ্চল প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির সভাপতি- মিনহাজুল ইসলামের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৌদিআরব পূর্বাঞ্চল বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, প্রবাসী লক্ষীপুর জেলা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি ফারুক আহমেদ চান।


প্রধান বক্তা হিসেবে ছিলেন, প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহীন আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  প্রবাসী নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাংবাদিক  মোঃ ওমর ফারুক, 

সৌদি আরব এনটিভি দর্শক ফোরাম এর সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন, প্রবাসী বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রসুল রাসেল। 


অনুষ্ঠানে প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোবারক হোসেনের সঞ্চালনায়_স্বাগত বক্তব্য রাখেন প্রবাসী লক্ষ্মী উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ভূঁইয়া। 


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির উপদেষ্টা আব্দুল আজিজ ও রফিক ভূইয়া সহ প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 


অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন মাজীদ তেলাওয়াত ও বেগম জিয়ার স্মৃতিচারণ শেষে দোয়া মোনাজাতের মাধ্যমে অশ্রুসিক্ত নয়নে তার আত্মার মাগফিরাত সহ জিয়া পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠান শেষে দেশ জাতির জন্য দোয়া করা হয়।

সারাদেশ এর আরও খবর: