দৌলতপুর, ঘিওর, শিবালয়ের জনগণের ভালোবাসার দাবিতে স্বতন্ত্র প্রার্থী হলেন-" তোজাম্মেল হক তোজা"।

 প্রকাশ: ০৫ জানুয়ারী ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন   |   সারাদেশ



  


রবিউল আলম দৌলতপুর মানিকগঞ্জ প্রতিনিধি। 


০৪/০১/২০২৬ ইং মানিকগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার নাজমুন আরা সুলতানা সভাপতিত্বে, যাচাই বাছাই শেষে,মানিকগঞ্জ ১ আসনের  মোট ৯ জন মনোয়ন পত্রের মধ্যে থেকে ২ জনের মনোনয়ন পত্র বাতিল বলে ঘোষণা করে। আর ৭ জনের মনোনয়ন পত্র জমা রাখেন বা স্বীকৃতি পায় ।


স্বীকৃতি প্রার্থীরা হলেন:- মানিকগঞ্জ -১, আসনের সংসদ সদস্য প্রার্থী, 

১) বিএনপি -এস এ জিন্নাহ কবীর, 

২) জামায়াতে ইসলামী - 

ডা: আবু বকর সিদ্দিক, 

৩) স্বতন্ত্র -

মো: মোজাম্মেল হক তোজা, 

৪) বাংলাদেশ মাইনরিটি কমিউনিটির দিলীপ কুমার দাস, 

৫) ইসলামী আন্দোলন মো খোরশেদ আলম, 

৬) গন অধিকার আন্দোলন মো ইলিয়াস হোসেন, 

৭) খেলাফত মজলিস হেদায়েত উল্লাহ।


ঘোষণার পরপরই ব্যতিক্রম চিত্র দেখা যায় --স্বতন্ত্র প্রার্থী সিজদায় লুটিয়ে পড়ার দৃশ্য। এ আর কেউ নয়, ভালোবাসার সিক্ত ভালোবাসার কান্ডারী, জনগণের মনের ভালবাসার  খোরাক হিসেবে নন্দিত নাম- "তোজাম্মল হক তোজা" এমনি কথাবার্তা উঠে এসেছে  মাঠ পর্যায়ে সাধারণ মানুষের কাছে থেকে।

তার এই গুণ নামের পিছনে বৈশিষ্ট্য গুলো হল:- সহজেই সাধারণ মানুষের সাথে মিশতে পারেন, মানুষের ডাকে সাড়া দেন,পাশে দাড়ান, কর্মীদেরকে আগলে রাখেন,সাধারণ মানুষের সমস্যায় ছুটে আসেন,ইসলামের সুন্নতি লেবাসে থাকেন,  আর সবকিছুতেই আল্লাহর উপর ভরসা রাখেন।

 আল্লাহর উপর ভরসা রেখেই মিশিলের শুরুতে নারায়ে তাকবীর,আল্লাহু আকবার, দ্বীন -ইসলাম জিন্দাবাদ,  স্লোগানে মুখরিত হয় তার নিজ কন্ঠেই। মিছিল ও সমাবেশ শুরু  করেন আল্লাহু আকবার ধ্বনিত - তাইতো নির্বাচনে নমিনেশন পেপার যাচাই-বাছাই  চূড়ান্ত প্রার্থী ঘোষনার অপেক্ষায় যখন, অনেক দীনাদ্বন্দ্বীতা,  ছিলেন তার প্রতিযোগীরা প্রভাবিত করতে পারেন,তেমন আশংখায় প্রতিটা সেকেন্ড তার প্রতিটি নিঃশ্বাস আল্লাহ নাম জ্ববতে ছিলেন। তার একমাত্র ভরসা আল্লাহ ও তার ভালবাসার জনগন।

 

যখন চূড়ান্তভাবে বৈধ প্রার্থী ঘোষনা হল তখনই আল্লাহ আকবার বলে  আল্লাহর শুকরিয়া  বিশেষ, আল্লাহর জমিনে/ মাটিতে সিজদায় লুটিয়ে পড়েন এটা শুধু আল্লাহর উপর অধিক বিশ্বাস ও ভালোবাসা  নিদর্শন। 


নন্দিত নেতা মোজাম্মেল হক তোজা সাংবাদিকদের বলেন-  এটা আমাদের প্রাথমিক বিজয় তারপর ভোটের মাঠে জয় পরাজয় তো থাকবেই, তবে প্রথম যুদ্ধে আমাদের  জয়লাভ হয়েছে বলে জানান।তিনি আরোও বলেন- জনগণ তার ভালোবাসার প্রতিদান হিসেবে,  ভালোবাসা ও ভোট দিয়ে সংসদে  প্রতিনিধিত্ব করার সুযোগ দিলে- জনগণের আশা ও ভালবাসার প্রতিদান দিবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। জনগণকে তার পাশে থাকার আহ্বান জানান এবং  তিনি জনগণের পাশে থাকবেন বলে প্রতিশ্রুতি দেন।।

সারাদেশ এর আরও খবর: