ইঞ্জিনিয়ার হারিজা আক্তার এর পক্ষ থেকে মুকসুদপুর বাসীকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা।

 প্রকাশ: ২৫ মে ২০২০, ০২:৩৭ অপরাহ্ন   |   রাজনীতি


আসসালামুআলাইকুম সবাই কে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা।  আল্লাহ আমাদের দেশের উপর রহমত দান করুন এবং সবাই কে সুস্থ রাখুন।  আপনারা সবাই আমাদের মমতময়ী মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে চলুন।

আধুনিক সভ্যতার ছোঁয়ায় থেকে ও

খুঁজে ফিরি ফেলে আসা সোনালি দিন,

যেখানে ঈদের আনন্দ ছিল অনাবিল

যা এখন ও অমলিন। 

প্রযুক্তি প্রভাবমুক্ত, সবুজ শ্যমলের সাথে

ভাই বোনদের সাথে আনন্দ খেলা,

ঈদের একফালি বাঁকা চাঁদ দেখার ব্যকুলতা

শেষ বিকেলে দল বেঁধে খোলা আকাশের নিচে

বসে থেকে অপেক্ষার পালা।

চাঁদ রাতে খুশির আমেজ,বাটা মেহেদীতে রাঙানো হাত,

ভাই বোনেরা মিলে কাটিয়ে দিতাম নির্ঘুম রাত।

মায়ের হাতের সেলাই করা নতুন পোশাক,

দামী না হোক, না হোক জাঁকজমক,

নতুন পোশাক গায়ে জড়িয়ে

বড়দের থেকে সালামী নিয়ে,

দল বেঁধে পাড়া প্রতিবেশী, স্বজনের বাড়ি,

পায়ে হেটে চলে যেতাম দু ক্রোশ ছাড়ি। 

আহা!কি আনন্দ মনে পড়তেই চলে যাই সেকালে

টাইম মেশিনে সে সময়কে যায় কি বেঁধে ফেলে?

এই ঈদ,

সময়ের রকমফেরে হারিয়েছি বর্নিল ঈদ আনন্দ উৎসব,

ডিজিটালাইজড হয়ে হারিয়েছি ঈদের বাঁকা চাঁদ। 

চাঁদ দেখি টিভিতে,

হাত রাঙাই টিউব মেহেদীতে

অন লাইন শপিং,

অনলাইন গেমিং,

মোবাইলে হায় হ্যালো

ক্ষুদে বার্তার শুভেচ্ছা

এখন হয়েছে,

ঈদ আনন্দের সহজিয়া কড়চা।

 সব পেয়ে ও কি যেন হারিয়েছি

শুধুই মনে হয়,

সেই ঈদ,এই ঈদ আনন্দের মাঝে

বিস্তর পার্থক্য দেখা যায়।

শুভেচ্ছান্তে, ইঞ্জিনিয়ার হারিজা আক্তার, মুকসুদপুর, গোপালগঞ্জ 

রাজনীতি এর আরও খবর: