ঝিনাইদহে মাঠ থেকে ধান তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক আহত।

খোন্দকার আব্দুল্লাহ বাশার, জেলা প্রতিনিধি ঝিনাইদহ।
ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা মাগুরাপাড়া গ্রামের শামিম হোসেন নামে (২৫) বিদ্যুৎস্পৃষ্ঠে আহত হয়ে এক যুবক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সে মাগুরাপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
জানা গেছে, ২৬মে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মাগুরাপাড়ার মাঠের কাটা ধান টানার সময় ক্ষেতের পানি দেওয়া ডিপটি ম্যাশিনের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয় শামিম। পরে ঐ মাঠে কাজ করা অন্যান্যরা স্থানীয় একটি হাসপাতালে নিয়ে চিকিৎসা করায়।