২০১৮ এর নির্বাচনের সময় কথা দিয়েছিলাম প্রতিমাসে নিজ এলাকায় অবশ্যই এক-দুইবার যাবো -কান্তারা খাঁন

২০১৮ এর নির্বাচনের সময় কথা দিয়েছিলাম প্রতিমাসে নিজ এলাকায় অবশ্যই এক-দুইবার যাবো ....
মানুষের মাঝে থাকবো সবসময় .... কথার বরখেলাফ করা আমি পছন্দ করি না ..... নির্বাচন পরবর্তী সময় সেটা করিওনি .... তবে করোনা, পায়ে বেড়ী পড়িয়েছিলো কিছুটা .... অনেকদিন নিজের মানুষগুলোর কাছে যেতে পারছিলাম না আমি আর বাপ্পু .... অনেকবার বাপ্পু যাবার প্রস্তুতি নিয়েছে .... কিন্তু আমি আর মাম্মা বহুকষ্টে কাসমে-ওয়াদে দিয়ে আটকেছি .... তবে এলাকার মানুষগুলোর কাছেই মন পরে ছিল .... লাইভ, মেসেন্জার, হোয়াটস্যাপ দিয়ে আর পোষাচ্ছিলো না .... তাই ২২শে রমজান সুযোগটা নিয়েই নিলাম .... ২৫ বছরের ধারাবাহিকতা .... পারিবারিক জাকাত নিয়ে এবার গিয়েছিলাম আমি .... একদিনের জন্য হলেও, দেখা তো হলো নিজের মানুষগুলোর সাথে .... আলহামদুলিল্লাহ