ফরিদপুরে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ২৩ জন।

 প্রকাশ: ০১ জুন ২০২০, ০৩:৪২ পূর্বাহ্ন   |   রাজনীতি


ফরিদপুর জেলা প্রতিনিধি ঃ 

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ২৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে যাদের মধ্যে ১জন নারী চিকিৎসক ও  ১জন স্বাস্থ্যকর্মী রয়েছে। 

আজ (৩১শে মে) পর্যন্ত জেলায় মোট করোনা রোগীর সংখ্যা ২৮৮ জন।


 ৩১ মে সন্ধ্যায় ফরিদপুর মেডিকেল কলেজের করোনা শনাক্তকরণ ল্যাব সুত্রে এ তথ্য জানা যায়। ফরিদপুরে গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্তদের মধ্যে ভাঙ্গায় ৮ জন, ফরিদপুর সদরে ৭ জন, নগরকান্দায় ৩ জন, চরভদ্রাসনে ২ জন এবং সদরপুর, মধুখালী ও আলফাডাঙ্গা উপজেলায় ১ জন করে। আক্রান্তের মধ্যে ৬ জন নারী ও ১৭ জন পুরুষ। 


আক্রান্ত নারী চিকিৎসকের বয়স ২৮ বছর । যে স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন তিনিও একজন নারী। তার বয়স ৫০ বছর। 


রবিবার ফরিদপুর ও গোপালগঞ্জের মোট ২৪৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। মোট পজিটিভ শনাক্ত হয়েছে ৪৭ জনের। এরমধ্যে ফরিদপুরের ২৩, গোপালগঞ্জে ২২ জন ও রাজবাড়ীর পুরাতন একজনসহ ২ জন। ফরিদপুরে রবিবার পর্যন্ত মোট শনাক্ত ২৮৮ জনের মধ্যে ফরিদপুর সদরে ৭৪ জন, ভাঙ্গায় ৬১, বোয়ালমারীতে ৪৮, নগরকান্দায় ৩০, চরভদ্রাসনে ২৭, আলফাডাঙ্গায় ২৫, সদরপুরে ১০, মধুখালীতে ৯ এবং সালথায় ৪ জন।

জেলার সকলকে নিরাপদ রাখার জন্য ফরিদপুর জেলা প্রশাসন সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

রাজনীতি এর আরও খবর: