আলোচিত বার্তা অনলাইন পত্রিকায় প্রকাশিত সংবাদে রাজগঞ্জে জনগনের স্বস্তি।

 প্রকাশ: ১৬ জুন ২০২০, ০১:৪২ পূর্বাহ্ন   |   রাজনীতি


আব্দুল জব্বার, যশোর জেলা ব্যুরো প্রধানঃ


আলোচিত বার্তা অনলাইন পত্রিকায় রাজগঞ্জে প্রধান সড়কে জনদুর্ভোগ, শিরোনামে সংবাদটি প্রকাশিত হলে দ্রুত সংস্কার করায় জনমনে স্বস্তি।  


যশোরের পুলেরহাট টু রাজগঞ্জের প্রধান সড়কে জনদুর্ভোগ এর চিত্র সহ সংবাদ গত ১৩ ই জুন শনিবার প্রকাশিত হলে, মনিরামপুর উপজেলা প্রকৌশলী রবিউল ইসলামের সংবাদটি নজরে আসে এবং তিনি সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করে।


 ১৫ জুন সোমবার দুপুরে পুলের হাট - কুমিরা সড়কের রাজগঞ্জ শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয়ের, সামনে রাস্তার চলাচলের অনুপযোগী স্থানটি সংস্কারের জন্য, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যশোর জেলা নির্বাহী প্রকৌশলী ও  মনিরামপুর উপজেলা প্রকৌশলী উপস্থিত থেকে ইট, বালি,খোয়া, লেবার দিয়ে  সংস্কারের কাজ করান। 


এলাকার ভুক্তভোগী জনগণ, সুধী মহল, রাজগঞ্জ প্রেসক্লাবের কর্মরত সকল সাংবাদিকবৃন্দ জননেত্রী শেখ হাসিনার সরকার,  জেলা নির্বাহী প্রকৌশলী ইফতেখার আহম্মেদ ও উপজেলা প্রকৌশলী রবিউল ইসলামকে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য ধন্যবাদ জানিয়েছে।

রাজনীতি এর আরও খবর: