করোনা নমুনা পরীক্ষায় মৌলভীবাজার পিছিয়ে, মৌলভীবাজার বাসীর পক্ষে পিসিআর ল্যাব এর দাবি সৈয়দ শাহেদ আলীর।

জায়েদ আহমেদ, স্টাফ রিপোর্টার মৌলভীবাজারঃ
করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় সিলেট বিভাগের চারটি জেলার মধ্যে পিছিয়ে রয়েছে মৌলভীবাজার। প্রতিদিন নমুনা সংগ্রহ করে ঢাকা ও সিলেটের দু’টি পিসিআর ল্যাবে প্রেরণ করা হলেও ৪/৫ দিনের রিপোর্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট “ওয়েটিং বক্সে” পড়ে থাকছে গুরুত্বহীন অবস্থায়। অত:পর কিছু কিছু নমুনার ফলাফল পাঠানো হচ্ছে সিভিল সার্জনের অফিসে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মৌলভীবাজার থেকে সিলেটে সাড়ে তিন হাজারেরও অধিক নমুনা পাঠালেও ফলাফল পাওয়া যাচ্ছে দেড় হাজারের মতো। এমতাবস্থায় সম্ভাব্য সংক্রমিতরা যদি সত্যি সংক্রমিত হোন তবে রিপোর্ট আসার পূর্ব পর্যন্ত তাদের উন্মুক্ত চলাফেরায় সংক্রমণের জাল কেবলই প্রসারিত হবে। নমুনা পরীক্ষার ক্ষেত্রে মৌলভীবাজার জেলাকে পেছনে রাখার কারন নিয়ে জনমনে অনেক প্রশ্ন উঠেছে।
সেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের ঢেউ সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্টাতা ও সম্মিলিত সামাজিক সংগঠক ফোরাম বাংলাদেশ এর সভাপতি 'সৈয়দ শাহেদ আলী' বলেন,
গত ৭ জুন মৌলভীবাজার সদর হাসপাতালে নমুনা দিয়ে আসি ৩ জন সেচ্ছাসেবক। কিন্তু রিপোর্ট আসে গত ১৭ জুন রাতে। একজনের নেগেটিভ ও দুই জনের রিপোর্ট পজেটিভ আসার পর তারা দুইজন নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রয়েছে। সেচ্ছাসেবী সংগঠন সহ সচেতন নাগরিক ও সাধারন জনগনের দাবি মৌলভীবাজারে পিসিআর ল্যাব স্থাপন করা হোক। একজন সেচ্ছাসেবক বাঁচলে একটি সমাজ বাঁচবে সেচ্ছাসেবকরা কখনও নিজের স্বার্থে কাজ করে না তারা সব সময় মানবতার কল্যানে কাজ করে। প্রতিটি সেচ্ছাসেবক দেশ ও জাতির অহংকার। কাজেই সেচ্ছাসেবক দের প্রতি জনপ্রতিনিধি, প্রশাসন এবং সরকারের সুদৃষ্টি কামনা করছি। সেচ্ছাসেবকরা প্রতিনিয়ত মাঠে কাজ করে থাকে তাই তাদের করোনা পরীক্ষা করানো অতি জরুরি তাছাড়া কারো কোন লক্ষণ দেখা দিলে করোনা পরীক্ষা করানো উচিৎ কিন্তু অতি দুঃখের সাথে বলতে হচ্ছে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়ে আসার পর রিপোর্ট হাতে আসে ১০ দিন পর এইটা আমাদের জন্য অতি বেদনার বিষয়। তাই আমাদের অনুরোধ ও দাবি মৌলভীবাজারে একটি পিসিআর ল্যাব স্থাপন করা হোক না হয় ৪৮ ঘন্টার মধ্যে রিপোর্ট দেওয়ার ব্যবস্থা করা হোক।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে সিলেটস্থ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নমুনা পরীক্ষার জন্য দু’টি পিসিআর ল্যাব রয়েছে। সংগৃহীত নমুনার ভীড়ে তাই নমুনা পরীক্ষা বিলম্বিত হচ্ছে। এক্ষেত্রে সিলেট, হবিগঞ্জ এবং সুনামগঞ্জকে দুদিনের সংগৃহিত নমুনা ফলাফল প্রেরণ করা হলেও মৌলভীবাজারে আসছে ১০-১২ দিন অন্তর। কখনও কখনও আরও বেশি সময় লাগে। বিষয়টিকে অবহেলা কিংবা বিমাতা সুলভ আচরণের সাথে তুলনা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জেলার সচেতন মহল।
অন্যদিকে নমুনা পরীক্ষাকে গতিশীল করার লক্ষ্যে হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের জন্য ১টি পিসিআর ল্যাব এবং সিলেটস্থ কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য অপর একটি ল্যাব স্থাপনের সুপারিশ করা হয়েছে, ইতিমধ্যে হবিগঞ্জে স্থাপন করা হয়েছে। কিন্তু মৌলভীবাজারে পিসিআর স্থাপনের কোনো কথা বার্তা নেই।
এছাড়া জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচীর অধীনে সিলেটস্থ যক্ষাব্যাধী হাসপাতালে একটি এবং সুনামগঞ্জে অপর একটি পিসিআর ল্যাব মেসিন স্থাপনও প্রক্রিয়াধীন আছে। বাকী রইলো শুধু মৌলভীবাজার। হারাধনের ছেলে হিসেবে মৌলভীবাজারের ভাগ্যে কি পিসিআর ল্যাব স্থাপন সুদূর পরাহতই থাকবে তা জানতে চায় মৌলভীবাজার বাসী?