ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচী পালন।

মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রতিটি নেতা কর্মীকে অন্তত ৩টি করে গাছ লাগানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দলীয় সভাপতির নির্দেশে গোপালপুর ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়েছে।বৃক্ষরোপণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল সালাম খান চেয়ারম্যান গোপালপুর ইউনিয়ন পরিষদ, অন্যদের মাঝে উপস্থিত ছিলেন শামসুল রহমান শাহীন সাধারণ সম্পাদক গোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ মোরশেদ মন্ডল,সহ-সভাপতি দেবাশীষ সরকার, গোপালপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সুমন সরকার, গোপালপুর ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক মোঃ ফাহাদ আলম, গোপালপুর ইউনিয়নের বিভিন্ন প্রতিস্ঠানে ও রাস্তার পাশে বনজ, ফলজ ও ঔষধি বৃক্ষ রোপণ করেন।