সিরাজগঞ্জে তাড়াশ উপজেলাতে রড বোঝাই গাড়ীর ধাক্কায় ২ জন নিহত,,,,

সিরাজগন্জ জেলা প্রতিনিধি :
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার খালকুলা বাজারে রড বোঝাই একটি লং ভেহিকেলের চাপায় দু'জন পথচারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৩ জন।
আজ সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে হাটিকুমরুল - বনপাড়া মহাসড়কের খালকুলা বাজারে রাজশাহী থেকে ঢাকাগামী একটি লং ভেহিকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাঁচ পথচারীকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ২ জন নিহত হন এবং আহত হন ৩ জন।হাটিকুমরল হাইওয়ে থানার এস,আই আব্দুল্লাহেল বাকী জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের সহায়তায় হতাহতদের উদ্ধার করি। লাশ দুটি হাটিকুমরল হাইওয়ে থানায় ও আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্হা করা হয়েছে।
নিহতদের মধ্যে একজনের নাম পরিচয় পাওয়া গেছে। তার নাম ময়নাল হোসেন (৩২)। তিনি পার্শ্ববর্তী কালুপাড়া গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে।