বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী: মোরেলগঞ্জে তাঁতী লীগের বৃক্ষ রোপন।

 প্রকাশ: ২৫ জুলাই ২০২০, ০৪:৪৬ পূর্বাহ্ন   |   রাজনীতি


মোরেলগঞ্জ প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষীকি উপলক্ষ্যে উপজেলা তাঁতী লীগের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্ধোধন করা হয়েছে। শুক্রবার বিকেল ৩ টার দিকে পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভা মেয়র এ্যাড. মনিরুল হক তালুকদার এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়ে চত্বরে চারা গাছ রোপন করে এ কর্মসূচীর উব্দোধন করেন। 


উপজেলা তাঁতী লীগের সভাপতি মো. হাসানুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম খান, সহ-সভাপতি এ্যাডভোকেট খান আমজাদ হোসেন, কেএম মাসুদ করিম টিটু ও প্রধান শিক্ষক আব্দুল মালেক হাওলাদার এ সময় উপস্থিত ছিলেন।

রাজনীতি এর আরও খবর: