প্রিয় ঘোপাল বাসী'কে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে আজিজুল হক মানিক চেয়ারম্যান।

 প্রকাশ: ২৮ জুলাই ২০২০, ১১:২৭ অপরাহ্ন   |   রাজনীতি


সাখাওয়াত  হোসেন (ফেনী) 

আগামী শনিবার (১ আগষ্ট ২০২০) পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে  ঘোপাল বাসি সহ দেশ ও দেশের বাহিরে সকল মুসলিম উম্মাহ্ ও দলীয় নেতাকর্মীদের ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারকবাদ জানিয়েছেন  ফেনী-২ আসনের সংসদ মানবসেবা নক্ষত্র নিজাম উদ্দিন হাজারী

ও ছাগলানাইয়া উপজেলার চেয়ারম্যান অসহায় মানুষের বন্ধু মেজবা উল হায়দার সোহেল'র আস্তাভাজন মানবিক চেয়ারম্যান এফ এম আজিজুল হক মানিক।  


ঘোপাল বাসি সুখেদুঃখে সবসময় থেকে নিজেকে মানুষের অন্তরে নিয়ে স্থান করে নিয়েছেন। জাতির পিতার আদর্শ লালনপালন করে বঙ্গকন্যা শেখ হাসিনার  স্বপ্ন বাস্তবায়নে প্রতিনিয়ত ছুটে চলছে।


আজিজুল হক মানিক  তার শুভেচ্ছা বার্তায় বলেন, একটি শান্তিপূর্ন ও সহনশীল সমাজ গঠনে ধৈর্য ও সহনশীলতা অপরিহার্য। ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা মহান আল্লাহ্ এর প্রতি অপরিসীম আনুগত্য ধৈর্য ও সহনশীলতার অনুপম নিদর্শন। মহান আল্লাহ্ এর নির্দেশে হযরত ইব্রাহীম (আঃ) প্রানপ্রিয় পুত্র হযরত ঈসমাইল (আঃ) কে কোরবানি করতে উদ্যত হয়ে আল্লাহ্ এর প্রতি যে আনুগত্য ও শ্রদ্ধা প্রদর্শন করেছেন তা অতুলনীয় এবং সারা বিশ্ববাসির কাছে এই ত্যাগ চিরসমুজ্জল ও অনুকরণীয় হয়ে থাকবে।

রাজনীতি এর আরও খবর: