গোপালগঞ্জ জেলার সর্বশেষ করোনা পরিস্থিতি।

 প্রকাশ: ০৫ অগাস্ট ২০২০, ০১:৪১ পূর্বাহ্ন   |   রাজনীতি


মিরাজুল ইসলাম, গোপালগঞ্জ সদর উপজেলা প্রতিনিধিঃ

-নতুন শনাক্ত রোগীর সংখ্যাঃ২৮ জন

(সদর-১০,টুংগিপাড়া-২,কোটালীপাড়া-৪,কাশিয়ানী-৯

মুকসুদপুর-৩)

-অদ্যাবধি শনাক্ত রোগীর সংখ্যাঃ১৭১৮ জন

-কোভিড-১৯ হতে সুস্থ হয়েছেনঃ১২৭৬ জন(নতুন-৩৮

জন;সদর-১০,টুংগিপাড়া-১২,কোটালীপাড়া-৬,কাশিয়া-

নী-৫, মুকসুদপুর-৫)

-বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যাঃ৪১৩ জন

-কোভিড-১৯ এ অদ্যাবধি মৃতবরণকারীঃ২৮ জন।

(সদর-১১,টুংগিপাড়া-৪,কোটালীপাড়া-১,কাশিয়ানী-৬,

মুকসুদপুর-৬)*আত্মহত্যা-১ জন,মুকসুদপুর।

-অদ্যাবধি পাঠানো নমুনার সংখ্যাঃ৭৮০৭

-উপজেলা ভিত্তিক শনাক্ত রোগীর সংখ্যাঃ-

 >সদর উপজেলাঃ৬১১ জন(সুস্থ ৩৯৯ জনসহ)

>টুংগিপাড়া উপজেলাঃ২৬৪ জন(সুস্থ ২১২ জন সহ)

>কোটালীপাড়া উপজেলাঃ২৮০ জন(সুস্থ ২০০ জনসহ)

>কাশিয়ানী উপজেলাঃ ২৮৩ জন (সুস্থ ২৩২ জনসহ)

>মুকসুদপুর উপজেলাঃ২৮০ জন(সুস্থ ২৩৩ জনসহ)


ডাক্তার,নার্সসহ অদ্যাবধি আক্রান্ত স্বাস্থ্যকর্মীঃ ১৪৫ জন।


 শুধুমাত্র সচেতনতা এবং স্বাস্থ্যবিধি মানার মাধ্যমেই সংক্রমণ প্রতিরোধ সম্ভব।ধন্যবাদ।

রাজনীতি এর আরও খবর: