সিরাজগন্জের উল্লাপাড়া থানার এস আইসহ ১১ জন করোনায় আক্রান্ত।

 প্রকাশ: ০৭ অগাস্ট ২০২০, ০৯:১৯ অপরাহ্ন   |   রাজনীতি


সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়  বৃহস্পতিবার  নতুন করে ১১ জন করোনায় আক্রান্ত হয়েছে |

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ আলামিন হোসেন জানান, গত ৩ ও ৪ আগস্ট এদের  নমুনা সংগ্রহ করে সিরাজগঞ্জ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় |

বৃহস্পতিবার (৬ আগস্ট )  সিরাজগঞ্জ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের নমুনা পরীক্ষার রিপোর্টে উল্লাপাড়া মডেল থানার এস আই ও কনস্টেবেলসহ ১১ জন করোনা পজেটিভ আসে  ।


আক্রান্ত ব্যক্তিরা হলেন, উল্লাপাড়া মডেল থানার এস আই গাজীউল হক(৫৪) ও তার ছেলে আব্দুল্লাহ আল সোয়েব(১৭),কনস্টেবল গোপীকান্ত(২৮) ও তার স্ত্রী স্মৃতি রাণী সাহা(২৫), ঝিকিড়ার স্বপ্না খাতুন(২৬), নজরুল ইসলাম(২৯) এবং তামিম(৮),বাড়ুইয়ার


সেলিনা (৪০),বাখুয়ার হিরেন্দ্র নাথ চন্দ্র  সাহা,কালিগঞ্জের মোঃ মনসুর আলী(৫০) এবং উল্লাপাড়া সদর ইউনিয়নের স্বাস্থ্য সহকারী মতিউল  | আক্রান্তদের হোম কোয়ারেইন্টাইনে রাখা হয়েছে |

রাজনীতি এর আরও খবর: