ঝিনাইদহ সদর হাসপাতালে করোনা মোকাবেলায় হাইফ্লো ন্যাজাল মেসিন প্রদান।

 প্রকাশ: ১২ অগাস্ট ২০২০, ০৮:০৭ অপরাহ্ন   |   রাজনীতি


খোন্দকার আব্দুল্লাহ বাশার। ঝিনাইদহ জেলা প্রতিনিধি। 



ঝিনাইদহে করোনা মোকাবেলায় একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন জাহেদী ফাউন্ডেশনের উদ্যোগে ১২ ই আগষ্ট বুধবার  সদর হাসপাতালে হাইফ্লো ন্যাজাল মেসিন প্রদান করা হয়েছে। এ উপলক্ষে সদর হাসপাতাল মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সেসময় স্বাস্থ্য বিভাগের খুলনা বিভাগীয় পরিচালক ডা.রাশেদা সুলতানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মো: হাসানুজ্জামান পিপিএম, সিভিল সার্জন ডা.সেলিনা বেগম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু এবং জাহেদী ফাউন্ডেশনের তবিবুর রহমান লাবুসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। পরে সদর হাসপাতালে কোভিড-১৯ মোকাবেলা ও করোনা রোগিদের সুরক্ষার জন্য একটি হাইফ্লো ন্যাজাল মেসিন স্থাপন করা হয়।

রাজনীতি এর আরও খবর: