মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক নিহত, আহত ২ জন

 প্রকাশ: ২০ অগাস্ট ২০২০, ০৩:৩০ অপরাহ্ন   |   রাজনীতি


খোরশেদা মল্লিক ডলি,

গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক বেলায়েত হোসেন (৪৫) নিহত হয়েছে,আহত হয়েছেন ২ জন। ২০ আগষ্ট বৃহস্পতিবার ঢাকা -- খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলা সদরের নিশাতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে।

মুকসুদপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাজিব হোসেন জানান যে, আজ  ২০ আগষ্ট বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে ঢাকা -- খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলা  সদরের নিশাতলা নামক স্থানে মাওয়া থেকে ছেড়ে আসা ঢাকা - খ-০৩০২ একটি প্রাইভেটকার আখ বুঝাই একটি ভ্যান কে সাইড দিতে গিয়ে পাশে থাকা ইট বালু,খুয়া মিক্সিং মেশিনের সাথে ধাক্কা লেগে ঘটনা স্থলেই প্রাইভেটকারের চালক বেলায়েত হোসেন মারা যায়। ভ্যান চালক মশিউর রহমান এবং প্রাইভেটকারে থাকা  সাহিদ আলম গুরুত্বর আহত হলে মুকসুদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেরকে দ্রুত উদ্ধার করে মুকসুদপুর  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  চিকিৎসার জন্য ভর্তি করেন। নিহত প্রাইভেটকার গাড়ীর চালকের গ্রামের বাড়ী খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার রসুনদিবাদ গ্রামে বলে জানা যায়।

রাজনীতি এর আরও খবর: