মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদকের জন্মদিনে, মঞ্জুর মোরশেদের শুভেচ্ছা বার্তা

নিজস্ব প্রতিনিধি,
জন্মদিনের এক শুভেচ্ছা বার্তায় বাটিকামারী ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি জনাব, মঞ্জুর মোরশেদ বলেন,
মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারন সম্পাদক, সময়ের সাহসী নেতা, শত শত মুজিব সৈনিক গড়ার কারিগর।
যেকোনো মুহুর্তে বিপদে-আপদে ছুটে চলা এক অকুতোভয় মুজিব সেনার নাম মোঃ রবিউল আলম শিকদার ভাই।
ত্যাগ অনেক আপনার, রাজনিতির এ কর্মময় বাস্তব জীবনে জীবনকে বয়ে নিতে যেখানে মানুষ থমকে দাড়ায়, মোঃ রবিউল আলম শিকদার ভাই সেখান থেকেই এগিয়ে যায়।
চলতে চলতে ক্লান্ত হলে আপনার পথচলা অনুভব করি, তখন মনে হয় আমিও পারবো ।
আপনাকে কখনো কিছুই দেয়া হয়নি আমার, শুধু ভালবাসা দিলাম।
রাজনৈতিক জীবনে আপনার পরিশ্রম,
কর্মময় জীবনের ব্যস্ততা সুনামধন্য করেছে সাধারনের মনে। মানবতা, সামাজিকতা, দায়িত্ব বোধ আপনাকে স্থান দিয়েছে বীরের, স্যালুট হে বীর সেনানী।
আজকের এই জন্মদিনে আপনার প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা অফুরন্ত।