২১শে আগস্ট নিহত সকল শহীদদের স্মরণে বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগের পুষ্পস্তবক অর্পণ।

লিয়াকত হোসেন রাজশাহীঃ
২০০৪ সালের ২১শে আগস্ট গ্রেনেড হামলায় আহত ও নিহতদের স্মরণে আজ বেলা ১১ টায় রাজশাহী মহানগর দলীয় কার্যালয় স্বাধীনতা চত্বরে বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ রাজশাহী মহানগর কর্তিক পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন এস এম মেহেদী হাসান সুমন সহ-সভাপতি ও প্রধান সমন্বয়কারী বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ আখতারুজ্জামান বাবু, সহ-সভাপতি কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ,মনোয়ার হোসেন বিদ্যুৎ, সভাপতি বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্যপ্রযুক্তি লীগ রাজশাহী মহানগর,
মামুনুর রহমান মামুন সাধারণ সম্পাদক বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ রাজশাহী মহানগর।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্যপ্রযুক্তি রাজশাহী মহানগরের নেতা ও নেতৃবৃন্দ।