নাটোরে আলোচনা সভা ও দোয়া মাহফিল।

 প্রকাশ: ২১ অগাস্ট ২০২০, ০৮:৩০ অপরাহ্ন   |   রাজনীতি


নাটোর প্রতিনিধিঃ

 নাটোরে ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় শাহাদাৎ বরনকারীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে শহরের কান্দিভিটুয়ায় জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এই কর্মসুচি পালন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শিমুল, জজকোটের পিপি অ্যাডঃ সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সিনিয়র  সহ সভাপতি শামসুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক মোর্ত্তজা আলী বাবলু, দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুলসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে বক্তারা ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার ভয়াবহতা বর্ননা দিয়ে বলেন, শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করেছিল বিএনপি জামায়াত জোট সরকার। তারা ভেবেছিল শেখ হাসিনাকে হত্যা করে তারা বাংলাদেশের মানুষকে জিম্মি করে দেশ ক্ষমতায় বসবেন। কিন্তু তাদের সেই ষড়যন্ত্র সফল হয়নি। তাদের ভয়াবহ হামলার হাত থেকে শেখ হাসিনা প্রাণে বেঁচে গেছেন। কিন্তু ওই দিনের ঘটনায় অনেক নেতা-কর্মি প্রাণ হারিয়েছেন। সেই সকল শাহাদাৎ বরনকারী নেতা-কর্মিদের স্মরণে দোয়া ও আহত নেতা-কর্মিদের সুস্থ্যতা কামনা করেন।

রাজনীতি এর আরও খবর: