ব্ল্যাংক চেক দিয়ে ও মেসিকে কিনতে পারিনি

মোহাম্মদ রিয়াজ থানা প্রতিনিধি।
ব্ল্যাংক চেক দিয়ে ও মেসিকে কিনতে পারিনি কাতারের ধনকুবেররা।জীবনে অনেক বড় বড় অফার পেয়েছেন তারপরও নিজেকে বিলিয়ে দেন নি টাকার জন্য এই মেসি।
চেয়েছেন জীবনের শেষ পর্যন্ত বাসায় হয়ে জীবনের ক্যারিয়ার শেষ করবেন। কিন্তু তা কি এখন ভেস্তে যাচ্ছে মেসিকে অবশেষে বাসা ছেড়ে যাবে।
অবশেষে মেসি বার্সেলোনাকে চিঠি দিয়েছেন আমি বার্সেলোনা ছেড়ে দিচ্ছি। এরকম খবর প্রকাশ করেছে ইউরোপের কয়েকটা সংবাদমাধ্যম।
অবশেষে কি বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিবেন মহাতারকা লিওনেল মেসি। এরকমটাই শোনা যাচ্ছে কয়েকটা গণমাধ্যমে।
কিন্তু এখনই যদি কোন দল মেসিকে তাদের দলে ভেড়াতে চান তাহলে রেকর্ড সংখ্যক টেনেসফার ফি দিতে হবে সেই দলকে 600 মিলিয়ন ইউরো।
কথা হলো তারপরও কিনছে কি ফুটবল জাদুকর লিওনেল মেসিকে দলগুলো।