গণতন্ত্র ফিরিয়ে আনতে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত বিএনপি নেতাকর্মীরা রাজপথে থাকবে নাটোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুলু।

জাহিদ হাসান
বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. র“হুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শহীদ জিয়া ৪২ বছর আগে বিএনপির সৃষ্টি না করলে আমি দুলুর জন্ম হতো না। শহীদ জিয়ার আদর্শ ধারণ করে গণতন্ত্র প্রতিষ্ঠায় আমিসহ বিএনপির নেতাকর্মীরা বারবার নির্যাতন ও কারাবরণের শিকার হয়েছি। তবুও শহীদ জিয়ার আদর্শ থেকে সরে যাইনি। দেশে আজ গণতন্ত্র নেই। গণতন্ত্র ফিরিয়ে আনতে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত বিএনপি নেতাকর্মীরা রাজপথে থাকবে। মঙ্গলবার সকালে শহরের আলাইপুর বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য-সচিব রহিম নেওয়াজ, বিএনপি নেতা শহিদুল ইসলাম বাচ্চু সাবেক সাংগঠনিক সম্পাদক দেওয়ান শাহীনসহ অন্যান্যরা।