নাটোরে তারেক রহমানের ১৩তম কারামুক্তি দিবস পালিত।

 প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২০, ০৫:৪৩ অপরাহ্ন   |   রাজনীতি


নাটোর প্রতিনিধিঃ

 ‘দিচ্ছে ডাক, গণতন্ত্র মুক্তি পাক, এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে তারেক রহমানের ১৩তম কারামুক্তি দিবস পালিত  হয়েছে। শনিবার সকালে শহরের আলাইপুরে জেলা যুবদলের উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, বিএনপি নেতা শহিদুল ইসলাম বাচ্চু, বাবুল চৌধুরী, যুবদল নেতা সাজ্জাদ হোসেন সোহাগসহ অন্যান্যরা। 

এসময় বক্তরা বলেন, ২০০৭ সালের ৭ মার্চ তৎকালীন সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার তারেক রহমানকে গ্রেফতারের পর ১২ দফায় রিমান্ডে নিয়ে নির্যাতন করে। বর্তমান সরকারও তারেক রহমানকে প্রধান প্রতিপক্ষ ভেবে তার অনুপস্থিতিতে বিচার করে তাকে সাজা দেয়ার অপতৎপরতা চালাচ্ছে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে তারেক রহমানই আগামী দিনে নেতৃত্ব দেবে।

রাজনীতি এর আরও খবর: