কভিড ১৯ সংক্রমণ মুক্ত হয়েছেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন।

কুষ্টিয়া প্রতিনিধি,
সোমবার ১৪ সেপ্টেম্বর ফলোআপ নমুনা দেয়া হলে পরদিন নেগেটিভ রিপোর্ট আসে এজাজ আহমেদ মামুনের।
সুস্থ হয়ে মঙ্গলবার একটি উচ্ছেদ অভিযানে প্রশাসনিক কর্মকর্তাদের সাথে অংশ নেন তিনি। এজাজ আহমেদ মামুন জানিয়েছেন,সকলের দোয়ায় সুস্থ হয়ে উঠেছি বুধবার থেকে অফিস করবো।
অসুস্থ থাকাকালীন শুভাকাঙ্খীদের দোয়ার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
এর আগে, গেল ২২ আগস্ট করোনা পজেটিভ রিপোর্ট আসে উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক এমপি আফাজ উদ্দিন আহমেদের পুত্র উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুনের।