সিরাজগঞ্জের তাড়াশে যুবলীগ নেতা বহিস্কার

 প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২০, ০৬:৪৬ অপরাহ্ন   |   রাজনীতি


সিরাজগঞ্জ জেলা  প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ জেলা যুবলীগের সভাপতি / সাধারন মসম্পাদকের স্বাক্ষরিত পত্রে যুবলীগের নীতি ও নৈতিকতা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক  চাঁদ আলীকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর)  রাতে জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল ও সাধারণ সম্পাদক একরামুল স্বাক্ষরিত এক পত্রে বহিষ্কারাদেশ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।  বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ উপজেলা যুবলীগের সভাপতি ও তাড়াশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান।

তিনি জানান, যুবলীগ নেতা চাঁদ আলীর বিরুদ্ধে তার নিজ গ্রাম বাঁশবাড়িয়ার বাসিন্দারা মসজিদ, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন ফান্ডের অর্থ আত্মসাতের লিখিত অভিযোগ করলে বিষয়টি পরে তাড়াশ উপজেলা যুবলীগ বিষয়টি তদন্ত করে। সেখানে যুবলীগের নীতি-নৈতিকতা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আসায় তাড়াশ উপজেলা যুবলীগের কার্যনির্বাহী পরিষদের সুপারিশে সিরাজগঞ্জ জেলা যুবলীগ চাঁদ আলীকে এ বহিষ্কার  আদেশ দেন।

রাজনীতি এর আরও খবর: