গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিসিএসআইআর চেয়ারম্যান প্রফেসর ড. আফতাব আলী শেখ।

 প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২০, ০২:১৩ পূর্বাহ্ন   |   রাজনীতি



গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষনা পরিষদ (বিসিএসআইআর)  চেয়ারম্যান প্রফেসর ড. আফতাব আলী শেখ। 

সোমবার বেলা ১২ টায়  তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও ৭৫ সালের ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

এসময় বিসিএসআইআর সদস্য সওকত আলী, বিসিএসআইআর এর সচিব  তরিক, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইলিয়াস হোসেন, উপজেলা চেয়ারম্যান  সোলায়মান বিশ্বাসসহ বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) চেয়ারম্যান ড. মো. আফতাব আলী শেখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ।  এর আগে বিসিএসআইআরের চেয়ারম্যান ছিলেন অতিরিক্ত সচিব ফারুক আহমেদ।  তিনি চলে যাওয়ার পর বিসিএসআইআরের সদস্য (প্রশাসন) মুহাম্মদ শওকত আলী অতিরিক্ত হিসেবে চেয়ারম্যানের দায়িত্ব পালনে করে আসছিলেন। 

অধ্যাপক আফতাব আলী শেখ লেদার অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের পরিচালকের দায়িত্ব পালন করেন। তিনি আওয়ামী লীগ সমর্থিত নীল দলের নেতা ও সহকারী প্রক্টরের দায়িত্ব পালন করেছেন।

রাজনীতি এর আরও খবর: