রিয়াদে ব্রাহ্মণ বাড়ীয়া জেলার প্রবাসী আশুগঞ্জ বাসীর আনন্দ উৎসব অনুষ্ঠিত

 প্রকাশ: ০৯ অক্টোবর ২০২০, ১২:৪৮ অপরাহ্ন   |   রাজনীতি


মোঃ রুস্তম খাঁন

রিয়াদে ব্রাহ্মণ বাড়ীয়া জেলার আশুগঞ্জ উপজেলার তারুয়া ইউনিয়ন প্রবাসীদের উদ্যোগে আনন্দ উৎসব স্থানীয় এক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। 


আশুগঞ্জ উপজেলার তারুয়া ইউনিয়নের কৃতিসন্তান, রিয়াদের বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজ সেবক রিয়াজ উদ্দিন মাহমুদ রিয়াজ এর সভাপতিত্বে আনন্দ উৎসবে বক্তব্য রাখেন, জজ মিয়া, সোলায়ইমান সাই মোল্লা, আবদুল আজিজ, লাল মিয়া, ফজল কাদের জনি সহ আরো অনেকে। 


এসময়,রিয়াদের গণ্য মান্য ব্যক্তিবর্গ সহ উক্ত ইউনিয়নের বিপুল সংখ্যক সৌদি প্রবাসী উপস্থিত ছিলেন। 


উৎসবে বক্তারা,প্রবাসের বুকে তারয়া ইউনিয়নের রিয়াদে বসবাসকারী সকল প্রবাসীদের ঐক্যবদ্ধ থেকে একে অন্যের বিপদ- আপদে পাশে থেকে কাজ করার আহ্বান জানান।

বিশ্বময় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে আল্লাহ যেন সবাইকে হেফাজাতে রাখেন সেই জন্য দোয়া করা হয়। পরিশেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

রাজনীতি এর আরও খবর: