আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা প্রথম সভাপতি ও দ্বিতীয় সভাপতিও ছিলেন মৌলবাদী আলেম !

 প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২০, ০২:১৬ পূর্বাহ্ন   |   রাজনীতি


আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন প্রথম সভাপতি ছিলেন মৌলবী হুজুর মাওলানা আবদুল হামিদ খান ভাসানী (রহ.)। শেখ মুজিব ছিলেন মাওলানা ভাসানী (রহ.) এর রাজনৈতিক ছাত্র।  আওয়ামীলীগ প্রতিষ্ঠিত হয় মুসলিম-লীগ থেকে ৷ মরহুম শেখ মুজিবুর রহমান রাজনৈতিক অঙ্গনে পা রাখেন মাওলানা ভাসানী (রহ.) এর হাত ধরে। আওয়ামীলীগের দ্বিতীয় সভাপতি ছিলেন মাওলানা আবদুর রশিদ তর্কবাগীশ (রহ.) ৷


মাওলানা ভাসানী,মাওলানা তর্কবাগীশ এবং সদর সাহেব নামে খ্যাত মাওলানা শামসুল হক ফরিদপুরী (রহ.)-এর পরামর্শ ছাড়া শেখ মুজিবুর রহমান এক কদম অগ্রসর হতেন না। আজ যারা মুজিব কোট পড়ে মৌলবাদীদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছ, তোমরা কী জানো 'মুজিব কোটটা' কে দিয়েছিল? এই সেই মুজিব কোট ! যখন শেখ মুজিব ৬৯' এর নির্বাচনে বিপুল ভোটে আওয়ামী লীগ বিজয় হয়েছিল তখন শেখ মুজিব পার্লামেন্টে যাওয়ার সময় মাওলানা শামসুল হক ফরিদপুরী (রহ.) এর কাছে গিয়েছিল দোয়া চাওয়ার জন্য, তখন শেখ মুজিব মাওলানা শামসুল হক ফরিদপুরী (রহ.)-এর গায়ে কোট দেখে বলেছিল যে, হুজুর কোটটি আপনাকে অনেক মানিয়েছে ৷ তখন খুশি হয়ে সদর সাহেব (রহ.) কোটটি দিয়ে বলেছিলেন, যা এটা তুই গায়ে দিয়ে পাকিস্তানের পার্লামেন্টে যা৷এটাই আমার দোয়া৷শেখ মুজিব খুশি মনে তখন পাকিস্তানের পার্লামেন্টে গিয়েছিল কোট পড়ে। আজ যারা বঙ্গবন্ধুর বাংলায় মৌলবাদীদের ঠাই নাই! স্লোগান দিচ্ছো তোমরা  আগে ইতিহাস পড়ে দেখো,কারা তোমাদের দুশমন ? হুজুররা ? না বামপন্হী নাস্তিকরা?


-ছবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবকে তার রাজনৈতিক গুরু মাওলানা আবদুল হামিদ খান ভাসানী (রহ.)-এর বুকে মাথা রেখে দোয়া নিচ্ছিলেন ৷

রাজনীতি এর আরও খবর: