নাটোরে ১০ টাকা কেজি দরের সরকারী চাউলের মুল্যে পরিশোধ করলেন এমপি,

 প্রকাশ: ১৩ এপ্রিল ২০২০, ০৩:৪২ পূর্বাহ্ন   |   রাজনীতি


নাটোরে ১০ টাকা কেজি দরের সরকারী চাউলের মুল্যে পরিশোধ করলেন এমপি

জাহিদ হাসান 
নাটোরে ১০টাকা কেজি দরের সরকারি চাউলের সকল অর্থ পরিশোধ করে দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। রবিবার দুপুরে শহরের চকরামপুর এলাকায় হঠাৎ উপস্থিত হয়ে সাংসদ শফিকুল ইসলাম শিমুল জনসাধারণকে নিরাপদ দুরত্ব বজায় রাখার আহবান জানান। পরে তিনি সরকারি চাউলের সকল অর্থ পরিশোধ করে, চারশ মানুষের মাঝে মাথাপিছু নির্ধারিত ৫কেজি করে চাউল বিতরণ করেন। সংসদ সদস্যের মহানুভবতায় তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নিম্ন আয়ের মানুষ। এসময় আওয়ামী লীগ নেতা সৈয়দ মোত্তজা আলী বাবলু, পৌরমেয়র উমা চৌধুরী জলিসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাজনীতি এর আরও খবর: