টাংগাইল-২ আসনের সংসদ সদস্য ছোট মনির এমপি মহোদয় এর দেয়া ফ্রি চাউল পাচ্ছে না নিকরাইল ইউনিয়নে রেসন কার্ড এর সাধারন মানুষ ।

 প্রকাশ: ১৪ এপ্রিল ২০২০, ০৮:১৮ অপরাহ্ন   |   রাজনীতি


এপ্রিল ১৪ ,২০২০ টাংগাইল । 

স্টাফ রিপোর্টার ( সাগর প্রামানিক ) 

দেশের এই ভয়াবহ করোনায় দারিদ্র ও অসহয় মানুষের পাশে দাড়িয়েছে টাংগাইল-২ আসনের সংসদ সদস্য  । নায্য মুল্য চাল এর টাকা টাংগাইল-আসনের সংসদ সদস্য ছোট মনির এমপি মহোদয় নিজের টাকা দিয়ে পরিষধ করে দিলেও ফ্রিতে চাল বিতরন হচ্ছে না।


চারিদিকে যখন শুনি চাল বিতরনে অনিয়ম,উজনে কম দেওয়া, তখনই শুনতে  পায় নিকরাইল ইউনিয়নে ফ্রিতে  চাল বিতরন হবে।।


১৩/০৪/২০২০ তারিখ সাকল ১০ঘটিকায় চাল দেওয়া শুরু করেন।সেখানে সময় টিভি ও আমরা  গিয়ে দেখতে পাই ডিলার মো: রাজ্জাক সরকার চাল বিতরন করছেন।।প্রথমত রাজ্জাক সরকারের  কাছে জানতে চাই আপনি কত করে নিচ্ছেন,এবং চাল কত কেজি করে দিচ্ছেন,উনি আমাদের বলেন কোন টাকা নিচ্ছেন না। কিন্তু সাধারন মানুষকে প্রশ্ন করা হলে তারা আমাকে বলেন ৩০০ টাকা করে,চাল ৩০ কেজি।


এমপি মহোদয় এর দেওয়া ফ্রিতে চাউল নেওয়া আস মোঃ শাজাহা কে জিঙ্গাসা করলে উনারা বলেন আমরা ৩০ কেজি চাল পাচ্ছি, ৩০০ টাকা করে নিচ্ছে।যেখানে আমাদের ফ্রি তে চাউল দেওয়া কথা। আমাদের কাছ থেকে টাকাও নিচ্ছে এবং কোন স্বাক্ষর ও টিপ সই নিচ্ছে না। উনাদের কাছে থেকে  টাকা নেওয়ার বিষয় প্রশ্ন করলে তারা কোন কথা বলতে চাইনি। 

যেখানে এমপি মহোদয়ের নিজিস্ব অর্থয়ানে মানুষকে ফ্রিতে চাল দিচ্ছি কিন্তু সেখানে কিছু অসাধু ডিলার এর জন্য জনসাধার চাল পাচ্ছে না। এতে স্থানীয় সরকারের ভাবমূতী নষ্ট করে দিচ্ছেন। তাই সকলের দাবি এই সব অসাধু ডিলারদের বিরুদ্বে আইনত ব্যাবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে। 


স্টাফ রিপোর্টার ( সাগর প্রামানিক )

রাজনীতি এর আরও খবর: