সলঙ্গা থানা আ'লীগের সম্মেলনে সভাপতি রায়হান গফুর সাধারন সম্পাদক লাবু

জি,এম স্বপ্না, সিরাজগঞ্জ :
বাংলাদেশ আওয়ামী লীগ সলঙ্গা থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহ:বার সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সভাপতি ও সাধারন সম্পাদক পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় পুর্বের দায়িত্বপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব রায়হান গফুরকে পুনরায় সভাপতি নির্বাচিত করা হয় এবং সাধারন সম্পাদক পদেও পুনরায় আতাউর রহমান লাভুকে বিজয়ী ঘোষনা করেন সম্মেলনের প্রধান অতিথী বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেন। দীর্ঘ আট বছর পর সলঙ্গা থানা আওয়ামীলীগের ত্রি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেন । সম্মেলন উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি(ভারপ্রাপ্ত) আলহাজ্ব এ্যাড. কে এম হোসেন আলী হাসান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক(ভারপ্রাপ্ত) আব্দুস ছামাদ তালুকদার।সলঙ্গা থানা আ'লীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুরের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আতাউর রহমান লাভুর পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা, নুরুল ইসলাম ঠান্ডু, প্রফেসর মেরিনা জাহান কবিতা, আব্দুল আউয়াল শামীম। এছাড়াও উপস্থিত ছিলেন সন্মানিত অতিথিবৃন্দ সহ জেলা ও অন্যান্য উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। বক্তারা বলেন,এই ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে নতুন দায়িত্ব প্রাপ্ত নেতৃবৃন্দ অন্যান্য নেতাকর্মীদের সাথে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে শক্তিশালী,সুসংগঠিত করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে অগ্রগামী সৈনিকের ভুমিকা পালন করবে।