বড়াইগ্রামে পরকিয়ার জেরে বাবা-ছেলের মারপিটে একজন নিহত

 প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২১, ১২:২৪ পূর্বাহ্ন   |   রাজশাহী




 পরকীয়ার কারণে সৃষ্ট বিরোধের জেরে নাটোরের বড়াইগ্রামে আব্দুস সামাদ(৪৯) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে বাবা ও ছেলে। নিহত সামাদ উপজেলার বনপাড়া পৌরসভার গুনাইহাটি কচির মোড় এলাকার বাছের প্রামাণিকের ছেলে। 


স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে নিহত সামাদের বাড়ির পাশে পুকুর পাড়ে একাকী পেয়ে লোহার রড ও বাঁশ দিয়ে এলোপাথারী মারপিট করে প্রতিবেশী মহিরুদ্দিনের ছেলে এহিয়া উদ্দিন (৪৫) ও তার ছেলে জাহাঙ্গীর আলম (২৮)। গুরুতর আহত অবস্থায় সামাদকে বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির করা হয় পরে  অবস্থার অবনতি হলে বুধবার ভোরে তার মৃত্যু হয়।এদিকে এই হত্যাকান্ডের পর বাবা ও ছেলে পলাতক রয়েছে।তবে নিহত সামাদের স্ত্রী জানান, খবর পেয়ে থানা পুলিশ আজ সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। 

বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পাওনা টাকা চাইতে গেলে সামাদকে মারপিট করা হয় এবং পরবর্তীতে তার মৃত্যু হয়।এ ঘটনায় নিহত সামাদের ভাই খলিলুর রহমান বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।তবে ঘটনা যেটাই হোক তদন্ত করে আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।