বাঘায় অজ্ঞাত নারীর মরদেহের পরিচয় মিলেছে
বাঘা উপজেলা প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় অজ্ঞাত পরিচয়ে নারীর মরদেহের পরিচয় মিলেছে।উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হাবাসপুর হিন্দুপাড়া গ্রামের মৃত নিরঞ্জন সরকারের স্ত্রী জয়ন্তী বালা (৬৩) বলে জানা যায়।
এর আগে উপজেলার হরিরামপুর গ্রামের মনিরুল ইসলাম নামের এক ভ্যান চালক অজ্ঞাত নারীকে মনিগ্রাম বাজারের পশ্চিমে সড়কের পাশে পড়ে থাকতে দেখেন। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন। তারপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ মেহেনাজ নাসরিন মৃত ঘোষণা করেন তাঁকে।
এর পর রাত ৮ টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও বিভিন্ন লোক মারফত মৃতের পরিবার জানতে পেরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মরদেহ সনাক্ত করেন।
এবিষয়ে বাঘা থানার উপরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান,মৃতের পরিবারের কোন অভিযোগ না থাকায় সৎকারের জন্য মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।