বাঘায় রান্না ঘর থেকে অগ্নিকান্ডে বাড়ি পুড়ে ছাই

 প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী ২০২২, ০১:২৩ পূর্বাহ্ন   |   রাজশাহী



প্রতিনিধি বাঘা (রাজশাহী) 

রাজশাহীর বাঘায় অগ্নিকান্ডে একটি বাড়ি পুড়ে গেছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারী) দুপুর ১ টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা , উপজেলার গড়গড়ি ইউনিয়নের খায়েরহাট গ্রামের মামুন হোসেনের বাড়ির রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে বাড়ি পুড়ে যায়। এতে আনুমানিক প্রায় ৮০ হাজার টাকা ক্ষতি হয়েছে  বলে জানান মামুন হোসেন। 

উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ নবীর উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন ।


এ বিষয়ে গড়গড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বলেন, অগ্নিকান্ডের খবর জানার পর বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করা হয়েছে।