বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকি উপলক্ষে লালপুরের গোপালপুরে আলোচনাসভা ও দোয়া মাহফিল।

 প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২০, ০৫:৫১ অপরাহ্ন   |   রাজশাহী


লালপুর (নাটোর) প্রতিনিধিঃ

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌর আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার গোপালপুর ঐতিহাসিক কড়ইতলায় এ আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

গোপালপুর পৌর আওয়ামীলীগের সভাপতি রোকসানা মর্তুজা লিলি এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরসাদ হোসেন সাদিরের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আফতাব আফতাব হোসেন ঝুলফু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী। অন্যান্যের মধ্যে উপস্থত ছিলেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম স্বপন মহিলা সম্পাদিকা আসিয়া জয়নুল বেনু, জেলা আওয়ামী লীগের সদস্য উপাধ্যক্ষ আক্তার, নাটোর জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহ হেল শাফি টুকু, লালপুর ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক পলাশ, দুয়ারিয়া ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম লাভলু,দুড়দুড়িয়া ইউপি চেয়ারম্যন আব্দুল হান্নান,কদিমচিলান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা, ওয়ালিয়া ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহনমান, এবি ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার, গোপালপুর পৌর আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক শাজাহান আলী,যুবলীগের সভাপতি নাজমুল হাসান, এবি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদা আবুল কালাম প্রমূখ।