রাজশাহীতে বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগের বৃক্ষরোপণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত।

 প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২০, ০৪:০২ অপরাহ্ন   |   রাজশাহী


লিয়াকত রাজশাহী ব্যুরোঃ

 রাজশাহী মহানগরীর শালবাগান বিজিবি পার্টি পয়েন্টের অডিটোরিয়ামে বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ রাজশাহী মহানগর ও জেলার উদ্যোগে বৃক্ষ রোপন,বিতরণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মামুনুর রহমান মামুন এর সভাপতিত্বে আলোচনা সভা বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালন করা হয়।

বৃক্ষরোপণ শেষে এস এম মেহেদী হাসান আলোচনা ও মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্য রাখেন।


তিনি বলেন, দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকেই সক্রিয়ভাবে মাঠে থেকে কাজ করছি। লিফলেট বিতরণ থেকে শুরু করে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার, সুরক্ষা মাস্ক, ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি পবিত্র রমজানে ইফতার বিতরণ এবং হতদরিদ্র-মেহনতি মানুষের ঘরে ঘরে ঈদ উপহার পৌঁছে দিয়ছি। শেখ হাসিনার নির্দেশে করোনা মোকাবেলায় এখনও মানুষের সেবা করে যাচ্ছি।


উক্ত সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও প্রধান সমম্বয়কারী এস এম মেহেদী হাসান। সহ-সভাপতি জনাব আখতারুজ্জামান বাবু।এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ রাজশাহী মহানগরের সহ-সভাপতি শেখ রওশন আলী লালু ,উপস্থিত ছিলেন রাজশাহী জেলা সভাপতি আরিফ হোসেন ও সাধারণ সম্পাদক রজীব হোসেনসহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা  শেষে রাজশাহী শিল্পকলার উদ্যোগে শিল্পীবৃন্দের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।