রাজশাহী নগরীর খানকাহ মোড় থেকে ভদ্রা রেলক্রসিং পর্যন্ত সড়কটির বেহাল দশা।

লিয়াকত রাজশাহী ব্যুরোঃ
রাজশাহী মহানগরীর ১৭ নং ওয়ার্ড নওদাপাড়া খানকাহ শরিফ মোড় থেকে ভদ্রা রেলক্রসিং পর্যন্ত প্রায় শত শত দূরপাল্লার বাস ও হাজার মানুষের যাতায়াত এই রাস্তা দিয়ে।আর এ যাতায়াতের রাস্তাটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আছে কর্তৃপক্ষের উদাসীনতায়। এই রাস্তাটি সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে পড়ে আছে অবহেলায় এখান থেকে প্রায় দুই কিলোমিটার সড়কের বিভিন্ন জায়গায় নানারকম ভাঙাচোরা খানাখন্দে ভরা, এবং একটু বৃষ্টি হলেই বাঁধে জটিলতা। এই সড়ক দিয়ে প্রায় সব দূরপাল্লার বাস নিয়মিত চলাচল করে, বাস চালকদের অভিযোগ এ রাস্তায় যাতায়াতের সময় অনেক সময় বিপদের সম্মুখীন হতে হয় এবং ঝাঁকুনি খেয়ে নাট বল্টু প্রায় খুলে পড়ে যায়।একটি বাস আরেকটি বাস কে সাইড দিতে গেলে পড়তে হয় বিপদের মুখে এলাকার কয়েকজন ব্যক্তি অভিযোগ করে বলেন এ রাস্তা দিয়ে কোন রিক্সা বা অটো আসতে চায় না তখন ঘরমুখো যাত্রীদের পড়তে হয় চরম দুর্ভোগে। স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীরা নির্দিষ্ট সময়ে পৌঁছাতে পারে না এজন্য ছাত্র-ছাত্রীদের কে পড়তে হয় চরম বিরম্বনায়।
পথচারী ও স্থানীয় এলাকার বাসিন্দা মান্নান, নুহু কাইয়ুম , রাইহান ও শিবলু বলেন, তারা প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করেন। ভাঙ্গা রাস্তার কারনে তাদের সর্বদা কষ্ট করতে হয়। গতকাল রবিবার সরেজমিনে খানকাহ শরিফ মোড় থেকে ভদ্রা রেলক্রসিং পর্যন্ত গেলে দেখা যায় প্রধান সড়কটির বিভিন্ন জায়গায় পানি জমে আছে ও খানা খন্দে ভরা।
দীর্ঘদিন ধরে সড়কের বেহাল দশা হলেও দেখার কেউ নাই এবং এই সড়কটির জন্য কারও মাথাব্যথা নাই। শহরের নানারকম উন্নয়ন হলেও এই ১৭ নম্বর ওয়ার্ডের প্রায় রাস্তাঘাট অবহেলায় অযত্ন অবস্থায় পড়ে আছে। এমতাবস্থায় এলাকাবাসীর আমাদের নগরপিতা এএইচএম খায়রুজ্জামান লিটন মহোদয়ের কাছে আবেদন ও দৃষ্টি আকর্ষণ করছি এবং সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে আবেদন রাস্তাটি যেন দ্রুত সংস্কারের ব্যবস্থার উদ্দেগ গ্রহণ করা হয়।