কেশরহাট পৌরবাসীকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই-মেয়র প্রার্থী শাহিন।

লিয়াকত রাজশাহী ব্যুরোঃ
রাজশাহীর কেশরহাট পৌর নির্বাচন উপলক্ষে মেয়র পদপ্রার্থী শাহিনুর রহমান শাহিনের নিজ গ্রামের বাসিন্দাদের সঙ্গে মত বিনিময়সভার আয়োজন করেন।
আজ শুক্রবার বিকেল ৫ টায় তিলাহারি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় শাহিন তার নিজ গ্রামবাসীর উদ্দেশ্যে বলেন, সম্মানিত গ্রামবাসী আসন্ন কেশরহাট পৌরসভা নির্বাচনে আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে মেয়র প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছি।
“দূর্নীতি করবো না, করতে দেব না” এ বিষয়কে গুরুত্ব দিয়ে তিনি আরো বলেন কেশরহাট পৌরসভার দীর্ঘদিনের অচলবস্থা থেকে বেরিয়ে আসতে পরিবর্তন জরুরী। পৌর এলাকার অবহেলিত রাস্তাঘাট নির্মাণ, ড্রেনেজ নির্মাণ,বিশুদ্ধ পানির ব্যবস্থাকরণ, বাজার উন্নয়ন, আলোর ব্যবস্থাকরণ, আবর্জনামুক্ত,গণসৌচাগার নির্মাণ, বাজারের ব্যবসায়িক নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা স্থাপন ও নৈশপ্রহরী নিয়োগের ব্যবস্থা করা হবে। এছাড়াও পৌরবাসির সাথে আলোচনার মাধ্যমে পরিকল্পিত এবং পরিচ্ছন্ন নগর গড়ে তোলা হবে।
এজন্য আমি নিজ গ্রামবাসী হিসেবে আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি। আপনারা সকলে মিলে একনিষ্ট ভাবে পাশে থেকে নির্বাচনী কার্যক্রমে সার্বিক সহযোগিতা দিলেই মাত্র সকল সম্ভব। এজন্য সকল ওয়ার্ডবাসি বিপুল ভোট দিয়ে আমাকে মেয়র নির্বাচিত করবেন এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
সভায় উপস্থিত প্রায় ৮ শতাধিক নারী-পুরুষ একযোগে শাহিনুরকে সার্বিক সহযোগিতাসহ ভোট দেবেন বলে একাত্মতা ঘোষনা করেন।
মতবিনিময় সভায় আফছার আলীর সভাপতিত্বে বক্তব্য দেন কেশরহাট মহিলা কলেজের অধ্যক্ষ তাজরুল ইসলাম, আথরাই অগ্রণী ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক বাবলুর রহমান, কেশরহাট মহিলা কলেজের প্রভাষক শফিকুর রহমান শফিক, তিলিাহারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহার ইসলাম, ছাত্র নেতা জিল্লুর রহমান জুয়েল।
ব্যবসায়ি গোলাম মোস্তফার অনুষ্ঠান পরিচালনায় আরো উপস্থিত ছিলেন বেলনা টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মনোয়ারুল ইসলাম, কেশরহাট রহমান হোন্ডার ব্যবস্থাপনা পরিচালক মুস্তাফিজুর রহমান মুস্তাক, সাবেক ইউপি সদস্য আবদুর রহিম, কাপড় ব্যবসায়ি খোরসেদ আলম, এনামুল হকসহ গ্রামবাসি।