সিরাজগঞ্জে কলার ভেলা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত।

 প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২০, ০৭:২৪ পূর্বাহ্ন   |   রাজশাহী


 সিরাজগন্জ জেলা প্রতিনিধি : 

সিরাজগঞ্জের মাহমুদপুর দক্ষিণ পাড়া যুব সমাজের আয়োজনে আজ রবিবার বিকেলে কলাগাছের ভেলা বাইচ ফাইনাল প্রতিযোগিতা  অনুষ্ঠিত হয়েছে।  উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এ বাসেদ,  সাধারণ সম্পাদক অত্র ওয়ার্ড আওয়ামীলীগ। সভাপতিত্ব করেন, আলহাজ মোঃ গোলাম আজম মন্ডল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আজমল হোসেন পাননা, মোঃ গোলাম হোসেন, মোছাঃ রিনা খাতুন কাউন্সিল পদ প্রার্থী, মোঃ মিনটু সেখ সাবেক সাধারণ সম্পাদক, হাজি মোঃ বোরহান উদ্দিন তালুকদার, মোঃ হেলাল উদ্দিন, ডাঃ মোঃ বাহার আলম  ভেলা বাইচ পরিচালনা করেন মোঃ শামিম শাহ, মোঃ কাকন মন্ডল, মোঃ আমিরুল ইসলাম খান  ( রিয়াল ), মোঃ তোরিকুল ইসলাম (উজ্জ্বল), হাফিজুর ইসলাম অপু, সভাপতি মাহমুদপুর রিক্রিয়েশন ক্লাব। সারাদেশের মানুষ  যখন নৌকা বাইচের আনন্দ উপভোগ করছে। ঠিক সেই মুহুর্তে সিরাজগঞ্জের মাহমুদপুর এলাকার কিছু তরুণ যুবক বিকল্প হিসেবে কলাগাছের ভেলা বাইচের আয়োজন করেন।, যা অত্র এলাকার মানুষের  মাঝে আনন্দ উল্লাস বয়ে আনে। বিপুল সংখ্যক মানুষ এ প্রতিযোগিতার আনন্দ উপভোগ করেন। শেষে প্রতিযোগিতায় অংশ গ্রহণ কারীদের মাঝে ১ম পুরস্কার হিসেবে এল ই ডি টেলিভিশন সহ বিভিন্ন ধরণের পুরস্কার বিতরণ করা হয়।