কেশরহাট পৌরকে সবুজায়নে উপজেলা ছাত্রলীগের বৃক্ষরোপণ

 প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২০, ১২:২২ পূর্বাহ্ন   |   রাজশাহী


লিয়াকত রাজশাহী ব্যুরো: রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌর এলাকা সবুজায়নের লক্ষে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে মোহনপুর উপজেলা ছাত্রলীগ। উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক ও কেশরহাট পৌর ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের উদ্যোগে তিনদিন ব্যাপী এই কর্মসূচি পালন করছে ছাত্রলীগ। শনিবার থেকে পৌরসভার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ শুরু করেন তারা। 


এর ধারাবাহিকতায় আজ কেশরহাট ডিগ্রি কলেজ ও টেকনিক্যাল কলেজ চত্বরে বৃক্ষরোপণ করে নেতাকর্মীরা। এসময় কেশরহাট টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ এজাহারুল ইসলাম,  রাজশাহী জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পিংকু কুমার সাহা, মোহনপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, জেলা ছাত্রলীগের সদস্য আক্তারুল ইসলাম, কেশরহাট পৌরসভা ছাত্রলীগের সভাপতি মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহিন আলম, পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাপ্পি ও সেতু,  ছাত্রলীগ নেতা রানা, পলাশ, নাজমুল, রনি, মুক্তার, সজীব ও সাকিলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।