রাজশাহীতে নয়া ডিআইজি আব্দুল বাতেনকে জেলা পুলিশের শুভেচ্ছা

লিয়াকত রাজশাহী ব্যুরোঃ রাজশাহী রেঞ্জ ডিআইজি হিসেবে সদ্য যোগদানকৃত আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম-কে আজ সোমবার রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা জানান রাজশাহীর পুলিশ সুপার শহিদুল্লাহ বিপিএম, পিপিএম।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপারসহ অন্যান্য উর্ধ্বতন অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। নবাগত ডিআইজি আব্দুল বাতেনের সাথে রাজশাহী জেলার বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করেন এডিশনাল ডিআইজি এবং পরে পুলিশ সুপার কার্যালয়ের সকল কর্মকর্তাদের সাথে পরিচিত হন তিনি।