যশোরের বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটনের উদ্যোগে অক্সিজেন সেবা প্রদান।

 প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২০, ০১:০৭ পূর্বাহ্ন   |   রাজশাহী


আব্দুল জব্বার, যশোর জেলা ব্যুরো প্রধানঃ

 যশোরের শার্শা উপজেলায় করোনা আক্রান্ত এবং যেকোনো অবস্থায়, হঠাৎ অসুস্থ হয়ে পড়া রোগীদের বাসায় চলছে। বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটনের উদ্যোগে অনবরত অক্সিজেন সেবা প্রদান। বেনাপোল পৌরসভা অক্সিজেন ব্যাংক এখন পর্যন্ত ১২৩ টা রোগীকে সেবা দিয়েছে, তার মধ্যে ১ জন মারা যান বাকি সকলে  সুস্থ হয়ে উঠেছেন।


শার্শা বেনাপোলে প্রতিনিয়ত অসুস্থ রোগী ও তাদের অক্সিজেন এর চাহিদা মিটাতে, আমাদের হিমসিম খেতে হচ্ছে। প্রায় প্রতিদিনই ১০-১২ টা রোগীর বাসা থেকে ফোন আসে অক্সিজেন সিলিন্ডার এর জন্য, তবে আমাদের সিলিন্ডার যা আছে তা দিয়ে মূলত সকল রোগীকে সেবা দেওয়া সম্ভব হয়ে উঠছে না। কারণ যে সমস্ত রোগীর বাসায় অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে, সেই রোগী সুস্থ হতে লাগে কমপক্ষে ৩-৪দিন কোনো কোনো রোগীর ক্ষেত্রে, আরো বেশি সময় ধরে রোগীর বাসায় সিলিন্ডার থাকে,এভারেস্ট সবসময় অন্তত ২০টি অক্সিজেন সিলিন্ডার রোগীর জন্য চিকিৎসাধীন অবস্থায় রোগীর বাসায় সিলিন্ডার থাকে। এমতাবস্থায় দিন দিন নতুন রোগীদের সংখ্যাও বেড়ে চলছে, একারণেই অক্সিজেন সেবা প্রদানে সিলিন্ডারের সংকটের সম্মুখীন হতে হচ্ছে।


আমাদের অতী দ্রুতই এই মুহূর্তে আরও ২০টি  অক্সিজেন সিলিন্ডার এর প্রয়োজন।

কয়েকজন মিলে অথবা ব্যাক্তিগত ভাবে আমাদের অক্সিজেন সিলিন্ডার, ক্রয়ের জন্য অথবা নতুন অক্সিজেন সিলিন্ডার দিতে এই মহান মানবিক সেবায়, আপনাদের হাতটি বাড়িয়ে আমাদের এই মহৎ কাজে আপনারাও শরিক হতে পারেন।


যারা অক্সিজেন সিলিন্ডার দিতে ইচ্ছুক সরাসরি যোগাযোগ করতে পারেন মেয়র আশরাফুল আলম লিটনের ফোন নাম্বারে:-

--০১৯৭০-৯৯৯৯৯৯