তানোর কাঁমারগা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত।

লিয়াকত রাজশাহী ব্যুরোঃ
রাজশাহীর তানোর কাঁমারগা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, চলতি বছরের ১৭ সেপ্টম্বর বৃহস্প্রতিবার কাঁমারগা ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুফি কামাল মিন্টুর সঞ্চালনায় ও ইউপি আওয়ামী লীগের সভাপতি ফজলে রাব্বী ফরহাদের সভাপতিত্বে ছাঐড় বালিকা বিদ্যালয় চত্ত্বরে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুন নবী বাবু চৌধুরী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না,ভাইসচেয়ারম্যান আবু বাক্কার ও সোনিয়া সরদার।অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি শরিফ খাঁন,উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক রাম কমল সাহা, সাংগঠনিক সম্পাদক ওহাব হোসেন লালু, প্রচার সম্পাদক জিল্লুর রহমান, নির্বাহী সদস্য আলহাজ্ব সাইদুর রহমান আবু সাঈদ সরকার, তোফায়েল আহম্মেদ, নির্মল সরকার, আসলাম উদ্দিন, আতাউর রহমান, ইউপি সদস্য আলাউদ্দিন আলী, তানোর পৌর যুবলীগের সভাপতি রাজিব সরকার হিরো, মইনুল ইসলাম, উপজেলা সৈনিক লীগের সাধারণ সম্পাদক বদিউজ্জামান নয়ন, ছাত্রলীগ সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন শাওন, মোর্শেদুল মোনেনিন রিয়াদ ও জাহাঙ্গীর আলম প্রমুখ। এছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে ইউপি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক অবস্থা এবং কর্মকান্ড নিয়ে আলোচনা করা হয়। কাঁমারগা ইউপি নির্বাচনে আওয়ামী লীগের একাধিক নেতা দলীয় মনোয়ন প্রত্যাশা করে মাঠে নেমেছেন। তবে মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা যাকে দলীয় মনোনয়ন দিবেন তাকেই বিজয়ী করতে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে ওয়াদা করেন। এছাড়াও মনোনয়ন বঞ্চিত হয়ে কেউ যদি বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোট করার নামে দলে বিশৃঙ্খলা সৃস্টি করতে চাই তাহলে তাকে শক্ত হাতে দমন করা হবে বলে উপস্থিত সকল নেতাকর্মী ঐক্যমত পোষণ করেন।