রাজশাহীতে শিবিরের ওয়ার্ড সভাপতি সহ আটক ৪

 প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২০, ০৯:২৪ পূর্বাহ্ন   |   রাজশাহী


লিয়াকত,রাজশাহী ব্যুরোঃ

রাজশাহী মহানগরীর শাহমুখদুম কলেজ ভবনের দোতলায় পদ্মা যুব সমাজ ক্লাবের ব্যানারে গোপনে মিটিং করার সময় মহিলা কাউন্সিলর সহ বেশ কয়েকজনকে আটক করা হয়। এ সময় অন্নান্য কয়েকজনকে মুচলেকা ও জিঙ্গাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়েছে।


বাকি চার জনকে শিবির সন্দেহে আটক করে বোয়ালিয়া থানা হেফাজতে নেওয়া হয়েছে।


সূত্রমতে,যানাযায় এদের মধ্যে রাসিকের ২৩ নম্বর ওয়ার্ড কমিটির শিবিরের সভাপতি ও সম্পাদকসহ আছে বলে থানা সুত্রে যানা যায়।

 আটককৃতরা হচ্ছেন শেখেরচক এলাকার মৃত আব্দুল কালাম আজাদের ছেলে ২৩ নম্বর ওয়ার্ড ছাত্রশিবিরের সভাপতি মেসবাউল আরেফিন মধু,মজিবুর রহমানের ছেলে শিবিরের সাধারণ সম্পাদক রায়হান মজিদ,আমির আলীর ছেলে শিবির কর্মি শাহীন আলী ও রবিউল হকের ছেলে হোসেন আলী রাজু। তারা সকলেই বোয়ালিয়া থানাধীন শেকেরচক এলাকার বাসিন্দা। আটক এই চারজনের আয়োজনে পদ্মা যুব সমাজের ব্যানারে মিটিং ডাকা হয়েছিলো বলে যানা গেছে।