রাজশাহী ভেড়িপাড়া মোড়ে দুর্বৃত্তের হাতে যুবক খুন

 প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২০, ১১:১৪ পূর্বাহ্ন   |   রাজশাহী


লিয়াকত,রাজশাহী ব্যুরো :

আজ আনুমানিক রাত ১২ টার সময়  রাজশাহী মহানগরীর কোর্ট ভেড়িপাড়া মোড়ে দুর্বৃত্তদের ছুরির আঘাতে খুন হয়েছেন।

ছেলেটির নাম আদর হোসেন( ৩৮) সে পেশায় একজন সিগারেট ব্যবসায়ী।

তার লাশ বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


তবে দুর্বৃত্তদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে বলে নিশ্চিত করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র।


এদিকে ঘটনাস্থলে রাজপাড়া থানা পুলিশ উক্ত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে  বলে  এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা গেছে।